freelancer

Hire Me on Freelancer.com

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

What is SEO? 2


SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (চেইন টিউন-২য় পর্ব)


SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতে গেলে  অবশ্যই কতকগুলো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে প্রথমত SEO কত প্রকার এবং এর কার্যকারিতা পর্যায়ক্রমে ধীরে ধীরে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে এখন  SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রকারভেদ সম্পর্কে জানা প্রয়োজন বৈশিষ্ট্যনুসারে একে দুই ভাগে ভাগ করা যেতে পারে
on page optimization
off page optimization


অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায়।এক্ষেত্রে  অবশ্যই ত্তয়েব সাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের উপর কিছু হলেত্ত ধারণা থাকতে হবে
HTML code, meta tags, keyword ইত্যাদির সাহায্যে একটি সাইটকে সহজেই সার্চ ইঞ্জিন বান্ধব করে তোলা যায়। যে সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ করতে গেলে প্রথম দিকে থাকবে। এবিষয়ে পরবর্তী টিউনগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে

অফ পেইজ অপটিমাইজেশন অনপেইজ এর পাশাপাশি একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে রাখতে গেলে অবশ্যই অফ পেইজ অপটিমাইজেন করতে হবে। ওয়েব সাইট অফ পেইজ অপটিমাইজেশন এমন একটি কৌশল যার মাধ্যমে অনপেইজ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারা যায় না অফ পেইজের মাধ্যমে অনেকাংশে সফলতা অর্জন করা সম্ভবপর হয়। কেননা অন লাইন অপটিমাইজেশনে অনেক প্রতিযোগী। কিন্তু সাইট নির্মাতা  সাইটে অফ পেইজ অপটিমাইজেন পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই সফল হবেন।এই পদ্ধতিতে যেমন অনেক ভিজিটর পাত্তয়া যাবে পাশাপাশি সার্চ ইঞ্জিনে সাইটটির অবস্থান অনেকটাই এগিয়ে যাবে
ব্যাকলিংক, ফোরাম পোস্টিং,আর্টিকেল সাবমিট করা ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশনের অর্ন্তভুক্ত। যা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হবে
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি
SEO বান্ধব ডোমেইন
একটি সাইট SEO বান্ধব করতে গেলে কতিপয় বিষয় নিয়ে ভাবতে হবে। প্রথমত ডোমেইন। নিজস্ব একটি ডোমেইন থাকলে সার্চ ইঞ্জিনে নিজের অবস্থান দৃঢ করা যায়। কেননা ফ্রি কোন সাবডোমেইন ব্যবহার করলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে যাত্তয়ার সম্ভাবনা থাকে এবং সকল সুযোগ সুবিধা গ্রহণ করা যায় না। নিজস্ব ডোমেইন থাকলে সহজেই তা রক্ষণাবেরণ করা যায়। এবং নিজের চাহিদা মত পরিবর্তন করা যায়। সার্চ ইঞ্জিন সাবডোমেইনের চেয়ে টপ ডোমেইনকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তাই ডোমেইন কেনার সময় সবদিক বিবেচনা করে একটি ভালো প্রতিষ্ঠান থেকে কেনা উচিত এবং ভালো একটি নাম/ডোমেইন ক্রয় করা প্রয়োজন। যাতে সবাই নাম থেকেই একটি পরিষ্কার ধারণা গ্রহণ করতে পারে

এস এর কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কবিল্ডিং ট্রামস

SEO এমন একটি টেকনোলজি, যা সঠিকভাবে রপ্ত করতে পারলে নুতন ওয়েব সাইটেও প্রচুর ভিজিটর আনয়ন সম্ভব। লিঙ্কবিল্ডিং হচ্ছে অফপেজ এস এর একটি গুরুত্বপূর্ণ অংশ।অনপেজ এস যেমন কি-ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব বেশি। ঠিক অফপেজ অপটিমাজেশনে লিঙ্কবিল্ডিং এর গুরুত্ব তেমন। তাই লিঙ্কবিল্ডিং সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে। এখন বলব কিভাবে এই লিঙ্ক গুলা করতে হয় অর্থাৎ লিঙ্কবিল্ডিং আর জন্য কতগুলা ওয়ে আছে সেই বিষয় গুলা নিয়ে আলোচনা করব আজ। লিঙ্কবিল্ডিং যে ওয়ে গুলার মাধ্যমে করতে হয় সব ক্ষেত্রে কিওয়ার্ড আর ব্যবহার রয়েছে। তাই সর্ব প্রথম সেই কিওয়ার্ড কে গুরুত্ব দিতে হবে। আমি নিচে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করলাম।
ব্যাকলিংক (Backlink):অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক।হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক।ব্যাকলিংক কে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে। এটা হোয়াইট হ্যাট এসইও (White hat SEO) এর মধ্যে।ব্যাকলিংক করতে হই ভাবে। একটা অ্যাংকর টেক্সট এর মাধ্যমে। আর একটা বিবি কোডের মাধ্যমে
আউটবাউন্ড লিংক (Outbound link):আউটবাউন্ড লিংক হচ্ছে ব্যাকলিংকের বিপরীত অর্থ্যাৎ অন্য সাইটের লিংক যদি আপনার সাইটে থাকে।আউটবাউন্ড লিংক কে আউটগোয়িং লিংকও বলে। আউট বউন্ড লিঙ্ক আপনার সাইটের এক্সটারনাল লিঙ্ক হিসাবে গণ্য হয়। এটার ব্যাবহার আসলে বিভিন্ন ভাবে হয়ে থাকে। তবে আউট বাউন্ড লিঙ্ক সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব
ইন্টারনাল লিংক (Internal Link): এটা হচ্ছে আপনার সাইটেই এক পেজে অন্য পেজের লিংক।এটা অত্যন্ত গুরত্বপূর্ন যেমন আপনার সাইট যদি ধারাবাহিক টিউটোরিয়াল থাকে তাহলে একপেজ থেকে তারপরের পেজে যাওয়ার জন্য আগের পেজে এনকর টেক্সট দিয়ে লিংক দিবেন।এটা আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে কাজ করবে।এতে পেজর্যাংক বাড়ে।উইকিপিডিয়ার সাইটে দেখবেন প্রতি লাইনেই কতগুলি করে তাদেরই সাইটের লিংক থাকে
ব্লগ কমেন্ট (Blog Comment): ব্লগ কমেন্টের মাধ্যমে আপনি লিংক তৈরি করতে পারেন। তবে আপনি এখানে কি- ওয়ার্ড প্রক্রিত মূল্য পবান না। কারন এখানে সুধু সাইট এর লিংক টা বিবেচনা করা হয়। নতুনদের হইত বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই। কাজ দেখাই দিলে পানির মত সোজা মনে হবে। তাই চিন্তা করার কোন কারন নেই
ফোরাম পোস্টিং (Forum Posting): লিংক বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে ফোরাম পোস্টিং ফোরাম পোস্টিং এর মাধ্যমে টা উপকার হই একটা হচ্ছে আপনার সাইট এর ওরিজিনাল লিংক দিতে পারেন, দ্বিতীয় টা হচ্ছে আপনি আপনার কি- ওয়ার্ড ব্যবহার করে ব্যাক লিংক করতে পারেন। তৃতীয় টা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে প্রচুর পরিমানে ভিজিটর আনতে পারেন। যে সব ফোরামে প্রচুর ভিজিটর আসে সেই ফোরাম গুলাতে কাজ করলে প্রচুর পরিমানে লাভ হয়। জার স্বয়ং প্রমান আমি নিজে। আমার সাইট এর জন্য মারাত্তক একটা হাই কম্পিটিশনের কি- ওয়ার্ড চয়েজ করলাম। এবং প্রচুর পরিমানে ফোরাম পোস্টিং করলাম। আমার সাইট মাত্র ১৫ দিনে গুগলের নম্বর পেজে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন ফোরাম পোস্টিং এর গুরুত্ব কত
ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং (Yahoo Answer Back linking): সাইট যে বিষয়ের উপর ইয়াহু এন্সার যেয়ে সেই ধরনের রিলেটিভ প্রশ্ন খুজে সাইট এর লিংক দেওয়া এটা হচ্ছে ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং এইটা থেকে প্রচুর ভিজিটর গেইন করা যাই। এইটার উপর গুরুত্ব দিতে হবে। কিন্তু বেশি একটা না। না দিলেও চলে। তবে যারা প্রতি মাসে হিউজ ভিজিটর গেইন করতে চান তাদের জন্য ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং জরুরী
লিঙ্ক হুইল(Link Wheel): লিংক হুইল হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রী ব্লগে আর্টিকেল লিখে টার ভিতর নিজের সাইট এর একটা কি- ওয়ার্ড কে লিংক করে দেওয়া হচ্ছে লিংক হুইল। আর্টিকেল লিখতে হবে নিজের সাইট রিলেটেড। সাইট এর সাথে আর্টিকেল অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। আমি আগেই বলে দিছি আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রতি ১০০ ওয়ার্ড অবশ্যই টি কিওয়ার্ড থাকতে হবে। তবে এই ক্ষেত্রে নিজের সাইট এর যে মেইন কি- ওয়ার্ড আছে সেই কি- ওয়ার্ড ব্যবহার করতে হবে। ধরুন ৫০০ ওয়ার্ড এর একটি আর্টিকেল আপনি লিখলেন। টার ভিতর ১৫ টা কি -ওয়ার্ড ব্যবহার করলেন। আপনি যে কোন একটি কে আপনার সাইট এর লিংক হিসেবে ব্যবহার করলেন বাকি ১৪ টাকে হাইলাইট করে দিবেন। এটাই হচ্ছে লিংক হুইল
লিঙ্ক এক্সচেন্জঃ লিঙ্ক এক্সচেন্জ হল সবচেয়ে পাওয়ার ফুল লিংক আপনি একটি সাইট আপনার লিংক দিলেন বিনিময়ে আপনি ওই সাইট এর লিংক প্রচার করলেএতে করে আপনার খুব তাড়াতাড়ি পেজ রাঙ্ক পেতে সাহায্য করবে অনেক সময় দেখা যাই উচ্চ পেজ রাঙ্কের সাইট আপনার সাইট এর লিংক দিতে গেলে ডলার দিতে হয় এই টা হচ্ছে লিঙ্ক এক্সচেন্জ



যাদের গুগল অ্যাডসেন্স লাগবে এই পোস্ট পরুন

যাদের অনেক ইচ্ছা গুগল অ্যাডসেন্স পাওয়ার, কিন্তু পাচ্ছেন না। তাদের জন্য আমার এই টিপস। আমি আজকে বলবো কিভাবে খুব সহজে Docstoc থেকে গুগল আদন্সে পাওয়া যায় ৫০/৫০ শেয়ার J

জি। Docstoc থেকে গুগল অ্যাডসেন্স পেতে হলে ৫০/৫০ শেয়ার পেতে হবে। মানে ৫০ ভাগ আয়ের টাকা Docstoc নিবে এবং ৫০ ভাগ আপনার। যানি বাঙালি মানুষরা এই ভাগা ভাগির কাজ অনেক ভালো পারেন

তাহলে কাজ শুরু করা যাকঃ

. http://www.slideshow.com/ এই সাইট গিয়ে সর্বনিম্ন ১০ Powerpoint এর প্রোজেক্ট ডাউনলোড করে ফেলুন

. তারপর Power point এর প্রোজেক্ট PDF Convert করুন

www.convertfiles.com/convert/document/PPT-to-PDF.html

. একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলুন। mail.google.com

8. Docstoc রেজিস্টার করুন

. ১০ টি PDF করা ফাইল Upload করে দিন (আপলোড এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে সব Title, TAG, Categories ঠিক আছে কিনা)

. ১০ টা ফাইল Upload হয়ে গেলে Docstoc এর Docstoc cash (www.docstoc.com/doccash) ক্লিক করুন। এবং নতুন গুগল অ্যাডসেন্স apply korun.

. ঘন্টা wait করুন

. আপনার মেইল অ্যাকাউন্ট চেক করুন


SEE, Congratulation Your Google AdSense account is Approve……………………………….. J

1 টি মন্তব্য: