freelancer

Hire Me on Freelancer.com

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

How SEO?


সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী, এর উদ্দেশ্য প্রয়োজনীয়তা : সিরিজ SEO টিউটোরিয়াল



এসইও এর বিভিন্ন বিষয় গুলোর উপর খুটিনাটি সকল তথ্য, টিপস, ট্রিকস সহ আরো অনেক চমক থাকবে পোস্ট গুলোতে। মোট কথা SEO এর সকল বিষয় নিয়ে যেহেতু পোস্ট গুলো করা হবে এতে করে নতুন সকল এসইও প্রেমী উপকৃত হবে বলে আশা রাখছি। এই পোস্টে আপনারা জনতে পারেবেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী, কেন এর প্রয়োজনীয়তা বা কী এর উদ্দেশ্য। তো বকবক না করে শুরু করছি আজকের এসইও টিউন।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কে ইংরেজীতে সংক্ষেপে SEO বলে।এর পূর্ণাংগ অর্থ হল Search engine Optimizationসার্চ ইন্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চ ইন্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য সকলের কাছে পৌছে দিতে পারেন।আসুন উদাহারন দিয়ে বিষয়টি আরো পরিস্কার হয়ে নিই।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই প্রায় সার্চ ইন্জিন এর সাথে পরিচিত। google, yahoo,ask ইত্যাদি।তার মধ্যে গুগল খুবই জনপ্রিয় সার্চ ইন্জিন।আমরা যখন কোন কিছুএ সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চ ইন্জিনে তা সার্চ করে থাকি।যেমন আপনি যদি বাংলাদেশের সকল খবরের কাগজের ওয়েব সাইটের লিংক চান তাহলে হয়তো গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন “Bangladeshi newspaper links”এর পর সার্চ দিলে দেখবেন কিছুক্ষণ পর অনেক গুলো ওয়েব সাইটের লিংক আপনার সামনে এসে হাজির।
এখন আমি মনে মনে ভাবতে পারেন সাইট গুলোর লিংক কী ভাবে এখানে এলো।গুগল কি সাইটগুলোকে বাছাই করেছে না কি সাইটগুলোকে গুগলে সাবমিট করার জন্য কেউ আবেদন করেছে।উপরের দুটো ভাবনাই ঠিক।তবে আগে আবেদন তার পর বাছাই করা।আর সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল এই দুই এর সমনবয়।অর্থাৎ সঠিক ভাবে সার্চ ইন্জিনে সাইট সাবমিট থেকে শুরু করে এর বাছাইকরণ করার সবই সার্চ ইন্জিন অপটিমাইজেশন।
সার্চ ইন্জিনে সাবমিট করা সকল সাইটকে গুগল একটা লিস্ট বা ফলাফল প্রকাশ করে।সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ থাকে এই তালিকায় প্রথম পেজে থাকা।আর গুগল এই তালিকা প্রকাশ করে একটি সাইটের জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা,গুরুত্বপূর্ণতা সহ সকল কোয়ালিটি বিবেচনা করে।আর এসইও এর কাজ হল একটি সাইটের সার্চ ইন্জিনের জন্য কোয়ালিটি সম্পন্ন করে তোলা।

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা !

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে রে কেন আমরা এসইও করবো।এর সহজ উত্তর হয় ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানো।একটি ভিজিটর ছাড়া ওয়েব সাইট এর কোন মূল্য নেই।আর ভিজিটর বাড়ানোর মূল্য রয়েছে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের এর গুরুত্ব।সার্চ ইন্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে
১।এর মাধ্যমে আপনার সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া
২।আপনার ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা
৩।সাইটের ভিজিটর বৃদ্ধি করা।
৪।বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্লাটফর্ম হিসাবে কাজ করে।
৫।তথ্য বিনিময় প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসাবে কাজ করে।

সার্চ ইন্জি অপটিমাইজেশনের উপকারীতা:

এসইও এর প্রয়োজনীয়তা বা উপকারীতা কথা বলে শেষ করা যাবে না।আপনার ওয়েব সাইটের ট্রাফিক বাড়াতে এর মত পদ্ধতির জুড়ি মেলা ভার।আজকের যুগ প্রতিযোগীতায় টিকে থাকার যুগ।কেউ আপনার সাইটকে মনে রাখার মত সময় নেই।তারা সহজে তাদের প্রয়োজনমাফিক তথ্য অতি দ্রুত পেতে চায়।যার জন্য তারা সার্চ ইন্জিন ব্যবহার করে।আর সার্চ ইন্জিন অপটিমাজেশন করা হলে আপনি আপনার সাইটকে সকলের সামনে তুলে ধরতে পারবেন।
আপনার সাইটের ব্যবসায়িক ভাবে প্রচার প্রচারণা করার জন্য সার্চ ইন্জিন অপটিমাইজেশন তো মাস্ট।অলাইন মার্কেটিং করা,নতুন পণ্য সকলের সামনে তুলে ধরা,নতুন নতুন সফটওয়্যার এর প্রচার প্রচারণা সহ সকল কাজ সহজ করে দিয়েছে এসইও।


তাই অনলাইনে আ্যড এর আয় বা অলাইন মার্কেটিং যাই বলুন না কেন অপটিমাইজেশন ছাড়া কোন গতি নেই। যেমন গুগল এ্যাডসেন্স এর কথাই বলি।গুগল এ্যাডসেন্স সফলতা পাওয়ার জন্য এসইও অনেক অনেক বড় ভূমিকা পালন করে।অধিক ভিজিটর পাওয়া,ক্লিক পাওয়া,আয় করা সবই সম্ভব হবে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের মাধ্যমে।তো এবার আপনিই বলুন অনলাইন আয় কিংবা ভিজিটে বাড়ানোর জন্য সার্চ ইন্জিন অপটিমাইজেশন ছাড়া কোন উপায় আছে?

সার্চ ইন্জিন অপটিমাইজেশন শিখতে কি কি লাগবে:

আপনি যদি এসইও করা শিখতে চান তা হলে প্রথমে আপনাকে বেশ কিছু মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।নিচে এসকল মৌলিক বিষয় গুলো দেওয়া হল:
১।ওয়েব সাইট সম্পর্কে ধারণা
২।কী-ওয়ার্ড বাছাই করণ
৩।ব্যাক লিংক সম্পর্কে ধারণা
৪।পেজ রেংক সম্পর্কে ধারণা
৫।ওয়েব সাইট সাবমিট করা
৬।সার্চ ইন্জিন সম্পর্কে ভালো মানের ধারণা
৭।মেটা ট্যাগ এর ব্যবহার জানা।
৮।অন পেজ আপটিমাইজেশন অফপেজ অপটিমাইজেশন সম্পর্কে জানা ইত্যাদি।
উপরের এসকল বিষয় গুলো সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য খুবই প্রয়োজনীয়।তাই এসইও করার জন্য সম্পর্কে ধারণা থাকা জরুরী



What Is SEO? 3


SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

গুগলে একটি নাম লিখে সার্চ দিলে অসংখ্য ফলাফল এসে হাজির হয়। এক্ষেত্রে যদি একটি সার্চ ইঞ্জিন বান্ধব ডোমেইন নিবন্ধন করা হয় তা হলে সহজেই ব্যবহারকারীর চাহিদানুসারে প্রদর্শিত হয়
যেমন
গুগলে mediafire movies লিখে সার্চ দিলে এর ফলাফল স্বরূপ অনেকগুলো সাইট দেখা যায়। যার অধিকাংশই mediafire movies লেখা থাকে। তাই ডোমেইন নিবন্ধন করার সময় এই জাতীয় ডোমেইন পছন্দ করা উচিত যা অন্যান্য ব্যবহারকারী সচরাচর তথ্য খোজার সময় ব্যবহার করে থাকেন এবং নিজস্ব সাইটের সাথে সঙ্গতিপূর্ণ
ব্যাকলিংক অফপেইজ অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সাইটে কিংবা ফোরামে ব্যাকলিংক তৈরি করা যায়। এবিষয়ে বিস্তারিত ব্যাকলিংক পর্বে আলোচনা করা হবে
সঠিক কীত্তয়ার্ড নিবার্চনের মাধ্যমে একটি সাইটকে SEO বান্ধব করা যায়। কেননা প্রতিদিন অসংখ্য সাইট নির্মিত হচ্ছে। প্রতিযোগির সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গুগল কিংবা অন্য সকল সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকা ব্যাপক ভাবে কষ্টকর হয়ে পড়ছে
ভিজিটর এর উপর নির্ভর করে সার্চ ইঞ্জিন একটি ত্তয়েবসাইটকে অগ্রাধিকার দিয়ে থাকে। তারপর একটি সাইট লোড হতে কতটুকু সময় নেয় তা নির্ভর করে থাকে
এসকল বিষয়ের পাশাপাশি হোস্টিং এর ক্ষেত্রেত্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কারণে যদি আপনার সাইট ডাউন থাকে তা হলে আপনি ভিজিট এর পাশাপাশি সার্চ ইঞ্জিনের অবস্থান থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই এক্ষেত্রে কৃপণতা না করে ভালো একটি হোস্টিং প্রতিষ্ঠানকে বেছে নেত্তয়া উচিত
keyword

SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রধান উপাদান হচ্ছে কীত্তয়ার্ড।বিশ্বের অধিকাংশ ব্যবহারকারী তথ্য খোজার ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহার করে থাকেন। অজনপ্রিয় কোন শব্দ যদি ত্তয়েবসাইটের ডোমেইন ব্যবহার করা হয় তা হলে এটি সার্চ করার সময় পিছিয়ে থাকবে

তাই সঠিক কী ব্যবহার করার জন্য গুগলেরই সাহায্য গ্রহণ করতে হবে। প্রতিযোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে হবে। তাই গুগলের adwords ব্যবহার করে কোন শব্দ কতজন ব্যবহার করছে তার একটি হিসাবনিকাশ পাত্তয়া যায়।
প্রতিমাসে যে পরিমানে সার্চ হয়েছে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম এমন সকল শব্দ ব্যবহার করে সাইট নির্মাণ করলে সহজেই কাঙ্খিত ফল পাত্তয়া যায়

যেমন

গুগলে mediafire movies লিখে সার্চ দেত্তয়া হলে এর প্রতিযোগির সংথ্যা দেখা যাচ্ছে অনেক। কিন্তু একই শব্দের সাথে আরো কিছু শব্দ all kinds of mediafire movies যুক্ত করে সার্চ দিলে প্রতিযোগিতা কমে যায়

এভাবেই গুগল adwords এর সাহায্যে সঠিক শব্দ, প্রতিযোগিতা কম কিন্তু সহজেই সকলে খোজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন শব্দ ব্যবহার করে সাইট তৈরি করা যায়। তাই SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য সঠিক শব্দ নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই। সফল হলে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে
চলবে>>>